কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ টাকা এবং স্বর্ণালঙ্কারসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শামসুন্নাহার ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। আজ রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু উপজেলার ডেইঙ্গাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় অস্ত্র, ৬২১ পিস ইয়াবা, নগদ ১৩ লাখ ২ হাজার ৫২০ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি খালি চেক, ৮টি মোবাইল ফোন এবং ১২টি খালি স্ট্যাম্প উদ্ধার করে।
এছাড়া তল্লাশিতে প্রায় ১১ কোটি টাকার সন্দেহজনক মাদক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়। আটককৃতদের এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
এলাকায় মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 





















