ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক আরাফাত সানিকে আটক: ক্র্যাকের নিন্দা, সোমবার মানববন্ধন মামলা দিয়ে অনুসন্ধানি সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না-মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা চকরিয়ার মালুম ঘাটে সেনাবাহিনীর অভিযান: সন্ত্রাসী আটক গর্জনিয়ায় যৌথবাহিনীর হাতে আটক আরএসও সদস্য গণতন্ত্রের আরেক নাম বিএনপি- পেকুয়ায় পথসভায় সালাহউদ্দিন আহমদ সি-ট্রাক উদ্বোধনের ফলে কুতুবদিয়াবাসীর আকাঙ্খা পূরণ হবে- নৌ উপদেষ্টা কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার লেনদেনের নথি ও অস্ত্রসহ আটক ৪ চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আত্মার ও আবেগের সম্পর্ক : তারেক রহমান চট্টগ্রামের ভাষায় তারেক রহমান বললেন, ‘অনেরা ক্যান আছন’ প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেশ গঠনে তরুণদের পরামর্শ চান তারেক রহমান রামুতে পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বড় বো মা!  আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ আধিপত্যবাদীদের লাল কার্ড দেওয়া হবে: শফিকুর

তিস্তাসহ মরা নদীগুলোর জীবন ফেরাতে চাই: শফিকুর রহমান

দশ দলীয় জোট সরকার গঠন করলে তিস্তাসহ উত্তরের নদীগুলোর প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, “মহান আল্লাহর ওপর ভরসা করে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি—উত্তরবঙ্গের মানুষের নয় শুধু, বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা দোয়া সমর্থন এবং ভোট নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি; তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলোর উপর।

“নদীর জীবন ফিরে আসলে নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ।”

শনিবার সকালে গাইবান্ধার পলাশবাড়িতে এস এম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন শফিকুর।

তিনি বলেন, “প্রিয় গাইবান্ধাবাসী, এই যে আপনাদের পাশ দিয়ে নদীগুলো বয়ে গিয়েছে—এগুলো আল্লাহ তায়ালার রহমত নিয়ামত; কিন্তু এই নিয়ামতগুলোকে অতীতের ৫৪ বছরের সরকারগুলো সংরক্ষণ করেনি। এক সময় যে নদী দিয়ে জাহাজ চলত, এই নদী দিয়ে এখন সাধারণ নৌকা চলাচল করতে পারে না।

“গতকাল ঢাকা থেকে যখন আসছিলাম নিচের দিকে চেয়ে চেয়ে দেখলাম আর আস্তে আস্তে চোখের কোনায় পানি জমে গেল। নদীর পানি উবে গিয়ে নদীগুলো এখন মরুভূমি কঙ্কাল হয়ে পড়ে আছে।”

এই নদীগুলো আল্লাহর দান মন্তব্য করে জামায়াত আমির বলেন, “চারটা বড় বড় নদী আল্লাহ তায়ালা নর্থ বেঙ্গলের মানুষের জন্য নিয়ামত হিসেবে দান করেছিলেন—তিস্তা, ধরলা, করতোয়া এবং ব্রহ্মপুত্র। সবগুলো নদীর একই অবস্থা।

“নদীর অবস্থা হলো শরীরের রক্তনালীর মত। রক্তনালী দিয়ে যদি রক্ত সঞ্চালন হয়, যেকোনো প্রাণী বা মানুষ বেঁচে থাকবে। কিন্তু যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, তাহলে শরীরের ওই অংশ মারা যাবে; আর ব্রেইনের যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, মানুষটাই মারা যাবে।”

শফিকুর রহমান বলেন,“আমরা গোটা নর্থ বেঙ্গলকে একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই। এখানকার মানুষ আসমানের আপেল খাওয়ার জন্য কারো কাছে দাবি জানায়নি। সহজ-সরল জীবনযাপন, অল্পে তুষ্ট, কঠোর পরিশ্রমী।

“তাদেরকে তাদের পরিশ্রমের জায়গাটা তৈরি করে দিতে হবে। হাড়ভাঙা পরিশ্রম করে এখন মাঠে আগের মত ফসল ফলে না, সার দিতে দিতে জমির জান শেষ। এর মূল কারণ হচ্ছে ওই যে মিঠা পানির পরশ থেকে স্পর্শ থেকে আমাদের মাটি, আমাদের জমি বঞ্চিত হয়ে পড়েছে।”

তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই। আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে।

“কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকেও আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই।

“আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে ৫৬ হাজার বাংলাদেশের পর খবরদারি করুক—তাও দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। ৫৪ বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে; এই শাসনও আমরা আর দেখতে চাই না।”

জামায়াত আমির শফিকুর বলেন, “আমরা চাই, তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে, দেশবাসীকে হাতছানি দিয়ে ডাকছে আগামী ১২ তারিখ। একসাথে দুটি ভোট ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, গণভোট আর সাধারণ নির্বাচন।

“আমি বলব, গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে। তাই গণভোটের পক্ষে হ্যাঁ বলতে হবে। জুলাইয়ের শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি হ্যাঁ বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাঈদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে। গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে।”

 

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আরাফাত সানিকে আটক: ক্র্যাকের নিন্দা, সোমবার মানববন্ধন

This will close in 6 seconds

তিস্তাসহ মরা নদীগুলোর জীবন ফেরাতে চাই: শফিকুর রহমান

আপডেট সময় : ১২:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

দশ দলীয় জোট সরকার গঠন করলে তিস্তাসহ উত্তরের নদীগুলোর প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, “মহান আল্লাহর ওপর ভরসা করে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি—উত্তরবঙ্গের মানুষের নয় শুধু, বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা দোয়া সমর্থন এবং ভোট নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি; তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলোর উপর।

“নদীর জীবন ফিরে আসলে নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ।”

শনিবার সকালে গাইবান্ধার পলাশবাড়িতে এস এম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন শফিকুর।

তিনি বলেন, “প্রিয় গাইবান্ধাবাসী, এই যে আপনাদের পাশ দিয়ে নদীগুলো বয়ে গিয়েছে—এগুলো আল্লাহ তায়ালার রহমত নিয়ামত; কিন্তু এই নিয়ামতগুলোকে অতীতের ৫৪ বছরের সরকারগুলো সংরক্ষণ করেনি। এক সময় যে নদী দিয়ে জাহাজ চলত, এই নদী দিয়ে এখন সাধারণ নৌকা চলাচল করতে পারে না।

“গতকাল ঢাকা থেকে যখন আসছিলাম নিচের দিকে চেয়ে চেয়ে দেখলাম আর আস্তে আস্তে চোখের কোনায় পানি জমে গেল। নদীর পানি উবে গিয়ে নদীগুলো এখন মরুভূমি কঙ্কাল হয়ে পড়ে আছে।”

এই নদীগুলো আল্লাহর দান মন্তব্য করে জামায়াত আমির বলেন, “চারটা বড় বড় নদী আল্লাহ তায়ালা নর্থ বেঙ্গলের মানুষের জন্য নিয়ামত হিসেবে দান করেছিলেন—তিস্তা, ধরলা, করতোয়া এবং ব্রহ্মপুত্র। সবগুলো নদীর একই অবস্থা।

“নদীর অবস্থা হলো শরীরের রক্তনালীর মত। রক্তনালী দিয়ে যদি রক্ত সঞ্চালন হয়, যেকোনো প্রাণী বা মানুষ বেঁচে থাকবে। কিন্তু যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, তাহলে শরীরের ওই অংশ মারা যাবে; আর ব্রেইনের যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, মানুষটাই মারা যাবে।”

শফিকুর রহমান বলেন,“আমরা গোটা নর্থ বেঙ্গলকে একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই। এখানকার মানুষ আসমানের আপেল খাওয়ার জন্য কারো কাছে দাবি জানায়নি। সহজ-সরল জীবনযাপন, অল্পে তুষ্ট, কঠোর পরিশ্রমী।

“তাদেরকে তাদের পরিশ্রমের জায়গাটা তৈরি করে দিতে হবে। হাড়ভাঙা পরিশ্রম করে এখন মাঠে আগের মত ফসল ফলে না, সার দিতে দিতে জমির জান শেষ। এর মূল কারণ হচ্ছে ওই যে মিঠা পানির পরশ থেকে স্পর্শ থেকে আমাদের মাটি, আমাদের জমি বঞ্চিত হয়ে পড়েছে।”

তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই। আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে।

“কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকেও আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই।

“আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে ৫৬ হাজার বাংলাদেশের পর খবরদারি করুক—তাও দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। ৫৪ বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে; এই শাসনও আমরা আর দেখতে চাই না।”

জামায়াত আমির শফিকুর বলেন, “আমরা চাই, তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে, দেশবাসীকে হাতছানি দিয়ে ডাকছে আগামী ১২ তারিখ। একসাথে দুটি ভোট ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, গণভোট আর সাধারণ নির্বাচন।

“আমি বলব, গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে। তাই গণভোটের পক্ষে হ্যাঁ বলতে হবে। জুলাইয়ের শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি হ্যাঁ বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাঈদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে। গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে।”

 

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম