একসময় কর্মচারী হিসেবে কাজ করতেন উখিয়ার একটি মোবাইল বিক্রির দোকানে,সময়ের ব্যবধানে তিনি এখন অঢেল সম্পদের মালিক মোহাম্মদ শাহাজালাল।
কুতুপালংয়ের স্থানীয় মোহাম্মদ শরীফের পুত্র শাহজালাল।
শনিবার (২০ ডিসেম্বর) সরজমিনে দেখা যায়, ইট-পাথরের আভিজাত্যে সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দখলে নিয়ে শাহজালাল কুতুপালংয়ে গড়ে তুলছেন বহুতল ভবন।
গত ১৭ ডিসেম্বর রামুতে প্রায় ৬০ হেক্টর বনের জমি উদ্ধার করে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ, যেখানে ছিল স্থানীয়দের পানের বরজ ও সুপারি বাগান।
অভিযোগ আছে, এসব উচ্ছেদে তৎপরতা দেখালেও শাহজালালদের মত প্রতাপশালীর দখলকৃত জায়গা উদ্ধারে বনবিভাগের ভূমিকা অদৃশ্যকারণে একরকম নিষ্প্রাণ।
তবে দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযুক্ত শাহজালাল জায়গাটি খতিয়ানভুক্ত বলে দাবী করেছেন।
মান্নান প্রতিবেদককে বলেন, ‘ নির্মাণাধীন ভবন বনবিভাগের জায়গাতেই তৈরি করা হচ্ছে, কিন্তু তিনি চ্যালেঞ্জ করেছেন। আমরা আদালতে যাবো এবং উচ্ছেদের জন্য অনুমতি চাইবো।’
এবিষয়ে জানতে চেয়ে শাহজালালের মুঠোফোনে যোগায়োগ করা হলেও সংযোগ মেলেনি।
নিজস্ব প্রতিবেদক 























