কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার এবং সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি নীলুফা ইয়াসমিন চৌধুরীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গনে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম চেীধুরী, নতুন জীবন সংগঠনের প্রতিষ্ঠাতা ওমর ফারুক হিরু, দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক ও কেন্দ্রের খন্ডকালীন ধর্মীয় শিক্ষক মাওলানা মুহিবুল্লাহ মুহিব, কক্সবাজার মডেল হাই স্কুল এর সহকারী শিক্ষক ও কেন্দ্রের খন্ডকালীন সঙ্গীত শিক্ষক শাহজাদী রোমানা এবং কেন্দ্রের খন্ডকালীন ধর্মীয় শিক্ষক হাফেজ মো: গিয়াস উদ্দিন।
লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নিবাসী শিশু মো: মোস্তফা নূর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিবাসী শিশু পপি আক্তার। অত:পর নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উশু(মার্শাল আর্ট) ডেমো প্রদর্শনী পরিবেশিত হয়। পরে বিদায়ী ইউএনও কে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিবাসী কিশোরীদের স্যানেটারী ন্যাপকিন বিতরণ করেন বিদায়ী ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক 

















