পিএমখালি ছনখোলায় নিহত শরীফ হত্যায় জড়িত থাকার দায়ে মোহাম্মদ ফাহিম নামের এক যুবককে হেফাজতে পুলিশ।
সোমবার সকালে তাকে হেফাজতে নেয়া হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ খান।
তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে অনেক বিষয় এখন উল্লেখ করা যাচ্ছে না। আটক ফাহিম এই হত্যাকান্ডে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই পুলিশ কাজ শুরু করেছে। চলছে তদন্ত এবং এ হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনার জন্যে চলছে পুলিশী তৎপরতা।
ওসি জানান,নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও মামলার এজাহার দেয়া হয়নি। এজাহার পেলে মামলা রজু করে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।
রবিবার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা গ্রামে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির এক পর্যায়ে শরীফ (৪৫) কে গুলি করে একই এলাকার আব্দুল করিম।
পরে গুলিবিদ্ধ শরীফ কে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিজস্ব প্রতিবেদক : 












