কক্সবাজারে ছাগল ধান খেয়ে ফেলায় কথা-কাটাকাটির এক পর্যায়ে মোঃ শরিফ (৪৫) নামের এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পিএমখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফের স্ত্রী শফিকা বেগম টিটিএনকে জানায়, গেলো পাঁচদিন আগে তার স্বামী শরীফের ধানক্ষেতে প্রতিবেশী আব্দুল করিমের ছাগল প্রবেশ করে।পরে ছাগলটিকে লাঠি দিয়ে আঘাত করে তাড়িয়ে দেয় শরীফ।পরে এই নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।এর পাঁচ দিন পর সালিশী বৈঠকে ডেকে গুলি করে পালিয়ে যায় ছাগলের মালিক আব্দুল করিম।পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে আসে।এর কয়েক ঘন্টা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়া হয়।
হাসপাতালের মর্গের পাশে নিহত শরীফের ছেলে শেফায়তে কান্নায় ভেঙে পড়েন, কান্না জড়িত কন্ঠে তিনি জানান, তার বাবা তাকে বুকে টেনে নিয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করে।
এছাড়া নিহতের স্বজনরা অভিযোগ করেন হাসপাতাল দায়িত্বহীনতা ও অবহেলার বিরুদ্ধে।
গুলিবিদ্ধ শফিক কে মারা যাওয়ার ৪ ঘন্টা আগে হাসপাতালে নিয়ে আসলেও শরীরে যে বুলেট ছিলো তার বের করার চেষ্টা করা হয়নি বলে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন স্বজনেরা।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান টিটিএনকে মুঠোফোনে জানান,নবাগত পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই হত্যাকান্ড নিয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
অন্যদিকে পরিচয় গোপন রেখে টিটিএনকে স্থানীয় এক বাসিন্দা জানান,আব্দুল করিম একজন সন্ত্রাসী।তার কাছে সব সময় অবৈধ অস্ত্র মজুদ থাকে।
তানভীর শিপু 










