চকরিয়ার ডুলহাজারা ইউনিয়নের বালুর চর এলাকার শীর্ষ ডাকাত সাইফুল ইসলামের বাড়ি থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ১৭টি বার বোরের শর্টগানের তাজা শিসা কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন- ১৪ নভেম্বর র্যাবের আভিযানিক একটি দল উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুর চর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সাইফুল ইসলাম প্রঃ পুতু কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তার স্ত্রী শাহীন সুলতানা (২৩)কে ডাকলে সে বসত ঘর খুলে দেয় এবং বাড়ির ভিতর আরেকটি তালাবদ্ধ বাঁশের বেড়া ও টিনের ছাউনীযুক্ত বসত ঘর শাহীন সুলতানা নিজ হাতে খুলে দেয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাক্ষীদের উপস্থিতিতে বাঁশের বেড়া ও টিনের ছাউনীযুক্ত বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে কাঠের আলমারির ভিতর থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১টি দেশীয় তৈরি এলজি এবং ১৭ টি বার বোরের শর্টগানের তাজা শিসা কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করে র্যাব।
বর্তমানে পলাতক ডাকাত সাইফুল ইসলামকে আটক করতে অভিযান চলমান আছে বলে জানান র্যাব কর্মকর্তা আ. ম. ফারুক।
নিজস্ব প্রতিবেদক 
























