কক্সবাজারের পেকুয়ার টৈইটংএ সেচে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
জামাল উদ্দীন (৪২)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বার)দুপুর আড়াইটার দিকে উপজেলার টৈইটং ইউনিয়নের পূর্ব পাড়া ৭নং ওয়ার্ড রমিজপাড়া জমিরের কলাবাগানের পাশের পুকুর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জামাল ওই এলাকার আহমদ হোছাইনের ছেলে।
জানাগেছে-দুপুর ২:৩০টার দিকে
পুকুর থেকে মোটর বসিয়ে সেচে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।তিনি ৪ সন্তানের জনক ছিলেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিরাজুল মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়-খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।তিনি সেচে পানি দেওয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট নিহত হয়।আইনগত বিষয় প্রক্রিয়া দিন।