বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও চলমান আন্দোলনকে বেগবান করতে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া উপজেলায় গণসংযোগ করেছেন।
বুধবার দুপুর থেকে তিনি উপজেলার বড়ঘোপ, লেমশীখালী, কৈয়ারবিল, দক্ষিণ ধূরুং ও উত্তর ধূরুং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে সাবেক এমপি আলমগীর ফরিদ বলেন,বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল। জনগণের মুক্তির জন্য ঘোষিত ৩১ দফা কর্মসূচিই এই দেশকে সুশাসন, ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির পথে নিয়ে যাবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারের পাশাপাশি দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা নিশ্চিত করবে। দুর্নীতি ও দলীয়করণমুক্ত প্রশাসন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছৈয়দ মোহাম্মদ বশির, মোঃ রায়হানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
নিজস্ব প্রতিবেদক 





















