চকরিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন হারবাং ইউনিয়ন ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবঘোষিত কমিটিতে আমজাদ উদ্দিনকে আহ্বায়ক এবং সাজ্জাদুল ইসলাম সুমনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পী এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
যুগ্ম আহ্বায়ক: জাহেদুল ইসলাম, মিরানুল ইসলাম, মোহাম্মদ রাসেল ও আনিছুর রহমান।
সদস্য: সাজ্জাদুল ইসলাম সোহাগ, আব্দুল গফুর, জাহেদুল ইসলাম সাবিদ, জিহাদুল ইসলাম ও সাকিবুল ইসলাম।
উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে শিগগিরই ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।