Thursday, April 11, 2024

লাইসেন্স ছাড়া পশু খাদ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের রামুতে লাইসেন্স ছাড়া পশু খাদ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এ জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরন সেন, ভেটেরিনারি সার্জন ডা. মো. আবদুল কাদের রবিন ও ভেটেরিনারি ফার্স অ্যাসিস্ট্যান্ট শাহাদাত করিম।

অর্থদণ্ডপ্রাপ্ত তিন প্রতিষ্ঠান হল— হেলাল পোল্ট্রি, হক পোল্ট্রি ও জাহান পোল্ট্রি।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আবদুল কাদের রবিন জানান, বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০(ধারা-৪) অনুযায়ী লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রয়ের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page