ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্নীলায় র‍্যাবের অভিযান: ৭ মামলার পলাতক আসামী গ্রেফতার ‘রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই’ – ইউএনএইচসিআর ফের ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি প্রতিদিন আওয়ামী লীগের দুইজনকে আটকের নির্দেশনা! ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করলো জামায়াত কুতুবদিয়ায় আজম সড়কে স্পিডব্রেকারে রং ও ইন্ডিকেটর দিলো ছাত্রদল মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড: আটক ২৪ ইউএস বাংলা এয়ারলাইন্স কক্সবাজার জোনে “বেস্ট পার্টনার এ্যাওয়ার্ড” পেলো আল-তাসাফি ট্যুরস এন্ড ট্রাভেলস” মহাঅষ্টমী আজ, হবে কুমারী পূজা রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব সম্মেলনে যোগ দেবেন প্রবাসে থাকা চার রোহিঙ্গা চৌফলদন্ডীতে ছুরি’কা’ঘাতে আমজাদ নামের যুবক নি’হ’ত “আরসা-আরএসও’র সঙ্গে আঁতাত নয়” পর্যটক হয়রানী আর অনিরাপদ খাদ্য তৈরীর বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হবে- জেলা প্রশাসক উখিয়ায় তাঁতীলীগনেতাকে ছেড়ে দিয়ে কিসের বিনিময়ে সাংবাদিক ধরলেন ওসি? “মনে যে দাগ কেটেছে, তা মুছবে কিভাবে?”

ফের ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) আরও ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর এলাকা থেকে দুটি ট্রলারসহ তাদের অপহরণ করা হয়।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ জানান, সকালে কায়ুকখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার মাছ শিকারে যায়। এর মধ্যে মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা।

তিনি বলেন, “বারবার এ ধরনের ঘটনায় জেলেদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। মাছ শিকার এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই সরকারের সহযোগিতা একান্ত জরুরি।”

স্থানীয় জেলে নুর কালাম জানান, মাছ ধরার এক পর্যায়ে অস্ত্রধারীরা ট্রলারে উঠে মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়। “প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে, আমরা আতঙ্কে আছি।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। আইনশৃঙ্খলাবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।”

এর আগে গত ১২ সেপ্টেম্বরও আরাকান আর্মি পাঁচটি ট্রলারের ৪০ মাঝিমাল্লাকে অপহরণ করেছিল। তাদের মধ্যে ১৭ জন কৌশলে পালিয়ে এলেও বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া আরও ১১৮ জেলে এখনো ওই গোষ্ঠীর হাতে বন্দি আছেন।

বিজিবি ও ট্রলার মালিকদের হিসাবে, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট ২৪২ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি; এর মধ্যে ১২৪ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে।

ট্যাগ :

হ্নীলায় র‍্যাবের অভিযান: ৭ মামলার পলাতক আসামী গ্রেফতার

This will close in 6 seconds

ফের ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট সময় : ১০:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) আরও ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর এলাকা থেকে দুটি ট্রলারসহ তাদের অপহরণ করা হয়।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ জানান, সকালে কায়ুকখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার মাছ শিকারে যায়। এর মধ্যে মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা।

তিনি বলেন, “বারবার এ ধরনের ঘটনায় জেলেদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। মাছ শিকার এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই সরকারের সহযোগিতা একান্ত জরুরি।”

স্থানীয় জেলে নুর কালাম জানান, মাছ ধরার এক পর্যায়ে অস্ত্রধারীরা ট্রলারে উঠে মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়। “প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে, আমরা আতঙ্কে আছি।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। আইনশৃঙ্খলাবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।”

এর আগে গত ১২ সেপ্টেম্বরও আরাকান আর্মি পাঁচটি ট্রলারের ৪০ মাঝিমাল্লাকে অপহরণ করেছিল। তাদের মধ্যে ১৭ জন কৌশলে পালিয়ে এলেও বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া আরও ১১৮ জেলে এখনো ওই গোষ্ঠীর হাতে বন্দি আছেন।

বিজিবি ও ট্রলার মালিকদের হিসাবে, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট ২৪২ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি; এর মধ্যে ১২৪ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে।