সড়ক দুর্ঘটনা রোধে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আজম সড়কে স্পিড ব্রেকারগুলোতে ইন্ডিকেটর দিয়েছে কুতুবদিয়া উপজেলা ছাত্রদল।
কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার সড়কটির গুরুত্বপূর্ণ পয়েন্টে রং ও ইন্ডিকেটর দেয়া হয়েছে।
মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা যায়- উপজেলার কুতুব শরীফ দরবারে সামনে, দক্ষিণ ধূরুং ইউনিয়নের ধূরুং কাঁচার রাস্তার মাথার সামনে, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের সামনে, উত্তরণ বিদ্যানিকেতন স্কুলের সামনে, নয়া পাড়া জামে মসজিদের সামনে স্পিড ব্রেকারগুলোতে সাদা রঙের ইন্ডিকেটর দেয়া হয়েছে।
এবিষয়ে উপজেলা ছাত্রদল নেতা মোঃ কায়কোবাদ সিকদার বলেন,দুর থেকে স্পিডব্রেকারগুলো ঠিক মত দেখা না গেলে চলাচলে অসুবিধা হয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এজন্যই ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ।
দক্ষিণ ধূরুং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিব বলেন, ছাত্রদল সবসময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে৷ সড়কে চলাচলে নিরাপত্তার প্রয়োজনের কথা মাথায় রেখে দুর্ঘটনাপ্রবণ মোড়গুলোতে এই ইন্ডিকেটর দেয়া হয়েছে৷ এতে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ ধূরুং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদ ওমর সাকিব,ছাত্রদল নেতা আবদুল মুবিনসহ আরো অনেকে।