৩ কোটি ৭২ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ২৪ হাজার পিস ইয়াবাসহ এক মাইক্রোচালক কে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রামুর ৩০ বিজিবির আওতাধীন মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ গাড়ীচালককে আটক করা হয়।
জানা যায়,মরিচ্যা চেকপোস্টে একটি সন্দেহজনক মাইক্রোবাসের চালককে জিজ্ঞাসাবাদ করলে সে প্রথমে অস্বীকার করে। পরে গাড়ীতে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবার চালান উদ্ধার হয়।
আটককৃত মাইক্রোচালক উমর রাহিন আরফাত (২৬) চট্টগ্রামের চাঁন্দগাঁও পূর্ব ষোল শহর এলাকার মৃত সেলিমের ছেলে।
তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে জানান, কক্সবাজার সদর উপজেলার বাজারঘাটা এলাকার অলি আহম্মদের ছেলে মো. রশিদ (৪০) এই চালানটির মূল হোতা।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষায় শুধু সতর্ক নয় বরং চোরাচালান, মাদকদ্রব্য ও সীমান্ত অপরাধ দমনে সর্বদা পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। মরিচ্যা চেকপোস্টের এ অভিযানের মাধ্যমে আমরা আবারও প্রমাণ হলো সীমান্ত নিরাপত্তায় বিজিবি অটল ও আপষহীন।
তিনি জানান, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হবে।