মায়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ ১১ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’।
এসময় পাচার কাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
১৪ সেপ্টেম্বর রবিবার এ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান কর্তৃক নিয়মিত টহল চলাকালীন সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনীর জাহাজের আগমন টের পেয়ে বোটের গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ১১ জন পাচারকারীসহ ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামক বোটটিকে আটক করে নৌবাহিনী।
পরবর্তীতে বোটটি তল্লাশি করে ১৫ হাজার কেজিআলু, ৭৫০ কেজি রসুন, আড়াই হাজার কেজি ময়দা ও মসুর ডাল, কোমল পানীয় (টাইগার/স্পিড)- ১৪ হাজার ৪শ পিস কোমল পানীয়,৬০০ পিস গ্যাস লাইটার, শেভিং ব্লেড ৮০০ পিস, ৪০০ ফুট কারেন্ট জালসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
আটককৃত পাচারকারী, জব্দ করা বোট ও মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।