ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাগিবের ” প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ ” অর্জন পোকখালীতে আলোচিত শিশু নির্যাতনের ঘটনায় দুজন হেফাজতে চকরিয়ায় মহাসড়কে রশির ফাঁদে আটকিয়ে ডাকাতি, নিহত ১ রামু কেন্দ্রীয় প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উদযাপন পরিষদ গঠিত টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান- নারী-শিশুসহ অপহৃত ৬৬ জন উদ্ধার কক্সবাজারে মাদকবিরোধী টাস্কফোর্স- দুই মাসে গ্রেফতার ৫৫৬ মাদক ব্যবসায়ী এবারের দুর্গাপুজায় দর্শনার্থীদের সাথে সাদা পোশাকে মিশে যাবে র‍্যাব চাকসু নির্বাচনে লড়ছেন পেকুয়ার শাওন তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হকসহ সাত আলেম টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা নিয়ে যুবক আটক টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা নিয়ে যুবক আটক কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করল ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে রামুতে বিএনপির মানববন্ধন চকরিয়ায় মার্কেটের ছাদ ধস: ভাসমান ব্যবসায়ী আহত

স্বেচ্ছাশ্রমে উখিয়ার রাস্তায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতার জয়যাত্রা

উখিয়ায় স্বেচ্ছাশ্রমে গড়ে উঠছে পরিচ্ছন্নতার নতুন দৃষ্টান্ত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিডি ক্লিন উখিয়া টিম তাদের প্রথম পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। উখিয়া শহীদ মিনার ও আশপাশের রাস্তা থেকে প্রায় ২ টন ময়লা সংগ্রহ করে পরিস্কার করা হয়।

অভিযানে স্বেচ্ছাসেবীরা ঝাড়ু, ট্রলি ও বর্জ্য ব্যাগ হাতে নিয়ে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পুরো সময় জুড়ে তাদের মাঝে ছিল অদম্য উৎসাহ ও আনন্দ।

ওমর ফারুকের নেতৃত্বে অভিযানে অংশ নেওয়া বিডি ক্লিন উখিয়া টিমের প্রতিনিধি বলেন,”পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি নাগরিক দায়িত্বও। আমরা চাই আমাদের আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন উখিয়া গড়ে তুলতে। এজন্য সাধারণ মানুষকেও সচেতন হয়ে পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে হবে।”

তিনি আরও জানান, এই অভিযান একদিনের নয়; এটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অব্যাহত থাকবে।

জেলা টিমের সমন্বয়ক ছৈয়দ করীম বলেন,
“পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু স্বেচ্ছাসেবীরা নয়, স্থানীয় দোকানদার, গাড়িচালক ও পথচারীরাও ময়লা যথাস্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।”

বিডি ক্লিন টেকনাফ টিমের সমন্বয়ক রাফি আনোয়ার জানান, নিয়মিত অভিযানের পাশাপাশি তারা স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা কার্যক্রম চালাবেন। শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করা হবে।

স্বেচ্ছাশ্রমে শুরু হওয়া এই অভিযান উখিয়ার তরুণদের সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল প্রতিচ্ছবি। বিডি ক্লিন উখিয়া টিম আশা করছে, স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা পেলে শহরটি দ্রুত একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর শহরে রূপান্তরিত হবে।

অভিযানে অংশ নেন বিডি ক্লিন উখিয়া, জেলা ও টেকনাফ টিমের সদস্যরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাগিবের ” প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ ” অর্জন

This will close in 6 seconds

স্বেচ্ছাশ্রমে উখিয়ার রাস্তায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতার জয়যাত্রা

আপডেট সময় : ০২:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

উখিয়ায় স্বেচ্ছাশ্রমে গড়ে উঠছে পরিচ্ছন্নতার নতুন দৃষ্টান্ত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিডি ক্লিন উখিয়া টিম তাদের প্রথম পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। উখিয়া শহীদ মিনার ও আশপাশের রাস্তা থেকে প্রায় ২ টন ময়লা সংগ্রহ করে পরিস্কার করা হয়।

অভিযানে স্বেচ্ছাসেবীরা ঝাড়ু, ট্রলি ও বর্জ্য ব্যাগ হাতে নিয়ে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পুরো সময় জুড়ে তাদের মাঝে ছিল অদম্য উৎসাহ ও আনন্দ।

ওমর ফারুকের নেতৃত্বে অভিযানে অংশ নেওয়া বিডি ক্লিন উখিয়া টিমের প্রতিনিধি বলেন,”পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি নাগরিক দায়িত্বও। আমরা চাই আমাদের আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন উখিয়া গড়ে তুলতে। এজন্য সাধারণ মানুষকেও সচেতন হয়ে পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে হবে।”

তিনি আরও জানান, এই অভিযান একদিনের নয়; এটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অব্যাহত থাকবে।

জেলা টিমের সমন্বয়ক ছৈয়দ করীম বলেন,
“পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু স্বেচ্ছাসেবীরা নয়, স্থানীয় দোকানদার, গাড়িচালক ও পথচারীরাও ময়লা যথাস্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।”

বিডি ক্লিন টেকনাফ টিমের সমন্বয়ক রাফি আনোয়ার জানান, নিয়মিত অভিযানের পাশাপাশি তারা স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা কার্যক্রম চালাবেন। শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করা হবে।

স্বেচ্ছাশ্রমে শুরু হওয়া এই অভিযান উখিয়ার তরুণদের সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল প্রতিচ্ছবি। বিডি ক্লিন উখিয়া টিম আশা করছে, স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা পেলে শহরটি দ্রুত একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর শহরে রূপান্তরিত হবে।

অভিযানে অংশ নেন বিডি ক্লিন উখিয়া, জেলা ও টেকনাফ টিমের সদস্যরা।