কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে শাহাদত নাদিম অভিকে আহবায়ক এবং জাহেদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
গেলো ১৫ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন ঘোষিত কলেজ কমিটিতে অভি এবং জাহেদকে মূল্যায়ন করায় কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের স্ট্যাটাস দিতে দেখা গেছে।