বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি অনুমোদন হয়েছে। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়।
অনুমোদিত এডহক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম. রুহুল আমিন মুকুল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বীর মুক্তিযোদ্ধা ছাবের আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ,বীর মুক্তিযোদ্ধা আমির হামজা,বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসাইন,বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমজাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা জহির আহমেদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক।
স্মারকের অনুলিপি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম. রুহুল আমিন মুকুল বরাবর পাঠানো হয়েছে।