গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির আওতাধীন বদরখালী,পশ্চিম বড় ভেওলা,ঢেমুশিয়া ও সাহারবিল ইউনিয়নের উদ্যোগে বিজয় মিছিল হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বদরখালী বাজারে এ মিছিল অনুষ্টিত হয়।এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশ নেয়।পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু মিয়া।
এসময় তিনি বলেন-গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়।আমরা চাই দেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক।আগামী নির্বাচনে চকরিয়া-পেকুয়ায় আমাদের সকলের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিপুল ভোটে জয়ী হবেন।
এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,সহ- সভাপতি নুরুল আজম,যুগ্ম সম্পাদক নুরুল আলম জিকু- যুগ্ন সম্পাদক,অর্থ সম্পাদক নজরুল ইসলাম, বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এম আলী আকবর,পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান,সাহারবিল ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিব উল্লাহ মুনিরী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয় মিছিলটি বদরখালী পুরাতন জেটি ঘাঁট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।