ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উচ্চশিক্ষা নিশ্চিত করতে কক্সবাজারে দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন চায় শিবির টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার মহেশখালীতে পুলিশের অভিযানে আটক-১ সাংবাদিক হাফিজের বাবার জানাজা সোমবার সকাল ১০ টায় সাংবাদিক হাফিজের বাবার ইন্তেকাল: টিটিএনের শোক “গোলদীঘিতে ধরা পড়া কাতলা মাছটি ১১ কেজি নয়, প্রকৃত ওজন ৬ কেজি” আসছে “মন্থা”, কক্সবাজারে বৃষ্টি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে: আঘাত হানবে মঙ্গল বা বুধবার প্রথম দিনই ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, ৯২০০ টাকায় বিক্রি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কোথায়, কখন আঘাত হানতে পারে সবুজ ঘাসে ঢাকা চট্টগ্রামের উইকেট, কেমন হবে রান পাবনায় ট্রাকচাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ নিহত ৩ কি হতে পারে: নির্বাচন, না নতুন অন্তর্বর্তী সরকার? ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লো বাসটার্মিনাল এলাকার বাসিন্দারা টেকনাফ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: দলীয় লেজুড়বৃত্তির সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

টেকনাফে ৫০ গ্রামের মানুষ পানিবন্দী

টানা বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রায় ৫০ টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দেয়া তথ্য মতে, এতে করে প্রায় ৫০ হাজার মানুষ এখন পানিবন্দী।

এর মধ্যে হোয়াইক্যং ইউনিয়নে ৮টি গ্রাম, হ্নীলা ইউনিয়নে ১২টি গ্রাম, টেকনাফ পৌরসভার ৭টি গ্রাম, টেকনাফ সদর ইউনিয়নের ৬টি গ্রাম, সাবরাং ইউনিয়নে ৭টি গ্রাম, বাহারছড়া ইউনিয়নে ১০টি গ্রাম প্লাবিত হওয়ার তথ্য এসেছে আমাদের হাতে।

আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন , ”ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আমরা খোঁজ-খবর নিচ্ছি।”

হ্নীলা ইউনিয়নের ১২ টি গ্রাম প্লাবিত হওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি জানান, চার হাজারের বেশি পরিবার পানিবন্দি রয়েছে। গ্রামগুলোর চলাচলের রাস্তাও পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া, নতুন পাল্লান পাড়া, তুলাতুলি, লেঙ্গুরবিল, খোনকারপাড়া, মাঠপাড়া ও রাজারছড়া, জাহাঁলিয়া পাড়াসহ মোট ৬ গ্রাম প্লাবিত হয়েছে বলে জানান সেখানকার চেয়ারম্যান জিয়াউর রহমান।

এছাড়াও সাবরাং ইউনিয়নের ১০ টি গ্রাম এবং হোয়াইক্যং ইউনিয়নের ৮ টি গ্রাম প্লাবিত হওয়ার খবর দিয়েছেন স্থানীয়রা। পানিবন্দি হয়েছে টেকনাফ পৌর এলাকার বেশ কয়েকটি এলাকাও।

এদিকে ভারী বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস জানিয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, গত ৪ দিন থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে রোববার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমান ১৪৬ মিলিমিটার। সকাল ৬ টা থেকে বেলা ১২ পর্যন্ত আরও ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

টেকনাফে ৫০ গ্রামের মানুষ পানিবন্দী

আপডেট সময় : ০৬:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

টানা বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রায় ৫০ টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দেয়া তথ্য মতে, এতে করে প্রায় ৫০ হাজার মানুষ এখন পানিবন্দী।

এর মধ্যে হোয়াইক্যং ইউনিয়নে ৮টি গ্রাম, হ্নীলা ইউনিয়নে ১২টি গ্রাম, টেকনাফ পৌরসভার ৭টি গ্রাম, টেকনাফ সদর ইউনিয়নের ৬টি গ্রাম, সাবরাং ইউনিয়নে ৭টি গ্রাম, বাহারছড়া ইউনিয়নে ১০টি গ্রাম প্লাবিত হওয়ার তথ্য এসেছে আমাদের হাতে।

আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন , ”ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আমরা খোঁজ-খবর নিচ্ছি।”

হ্নীলা ইউনিয়নের ১২ টি গ্রাম প্লাবিত হওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি জানান, চার হাজারের বেশি পরিবার পানিবন্দি রয়েছে। গ্রামগুলোর চলাচলের রাস্তাও পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া, নতুন পাল্লান পাড়া, তুলাতুলি, লেঙ্গুরবিল, খোনকারপাড়া, মাঠপাড়া ও রাজারছড়া, জাহাঁলিয়া পাড়াসহ মোট ৬ গ্রাম প্লাবিত হয়েছে বলে জানান সেখানকার চেয়ারম্যান জিয়াউর রহমান।

এছাড়াও সাবরাং ইউনিয়নের ১০ টি গ্রাম এবং হোয়াইক্যং ইউনিয়নের ৮ টি গ্রাম প্লাবিত হওয়ার খবর দিয়েছেন স্থানীয়রা। পানিবন্দি হয়েছে টেকনাফ পৌর এলাকার বেশ কয়েকটি এলাকাও।

এদিকে ভারী বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস জানিয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, গত ৪ দিন থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে রোববার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমান ১৪৬ মিলিমিটার। সকাল ৬ টা থেকে বেলা ১২ পর্যন্ত আরও ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।