ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্বৈত বার্তা: বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের কূটনৈতিক রহস্য মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ফোরকান চমেকে মারা গেছেন সড়ক অবরোধ, ১ ঘন্টা পর স্বাভাবিক যান চলাচল কানের দুলের জন্যে প্রাণ কেড়ে নিলো কন্যা শি’শুর! শিক্ষকের মর্যাদা, শিক্ষার মান- দুটোই হোক সর্বোচ্চ অগ্রাধিকার সব প্রস্তুতি নিয়েও যেকারণে আন্তর্জাতিক ফ্লাইটে দেরি কক্সবাজার বিমানবন্দর ‘কুকুর’ ধরলো রাজমিস্ত্রীর ইয়াবা টেকনাফে মানব পাচারে ‘জিরো টলারেন্স’ বলছে বিজিবি পালংখালী জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমীর আনোয়ারী-ষড়যন্ত্র মোকাবেলা করে দাঁড়ি পাল্লার বিজয়ে ঐক্যবদ্ধ হোন টেকনাফে ১৪ মামলার পলাতক আসামী মুন্না র‍্যাবের হাতে গ্রেফতার বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র কমিটি অনুমোদন কক্সবাজার সৈকতে ‘লোক সমুদ্র’ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে কক্সবাজারে ৫টি যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর নারী নেতৃত্বকে জাতির গৌরব বললেন লুৎফুর রহমান কাজল কুতুবদিয়া প্রেসক্লাবের সভায় বক্তারা: ‎কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের বিকল্প নেই ‎

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচনের একটা অংশ আইনশৃঙ্খলা বাহিনী। আরেকটা হলো আমাদের প্রশাসনের যে কর্মকর্তারা আছেন তারা। আরও আছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং নির্বাচনে যারা অংশ নেবেন তারা। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও ধরনের সমস্যা হবে না।

রবিবার (৬ জুলাই) দুপুরে শিল্পাঞ্চল পুলিশের সদর দফতর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার। এটা তারা নিয়ন্ত্রণ করে। রিটার্নিং অফিসার আসেন প্রশাসন থেকে। আইনশৃঙ্খলা আমরা দেখি। মূল পার্টি হলো যারা নির্বাচন করছে। নির্বাচনের জন্য বেশি প্রস্তুতি দরকার তাদের, যারা নির্বাচনে অংশ নেবেন। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনও ঘাটতি নাই।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন অভিযোগ রয়েছে অনেকের। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজনীতিতে অনেকেই অনেক কথা বলেন। আমি তাদের প্রশ্নের উত্তর দেবো না। তবে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আরও কয়েক মাস সময় আছে, সেহেতু আশা করি, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না।

মব পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কুমিল্লা লালমনিরহাট, ফরিদপুরসহ কয়েকটি জায়গায় হয়েছে। ভবিষ্যতে যাতে এসব না হয় সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দ্বৈত বার্তা: বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের কূটনৈতিক রহস্য

This will close in 6 seconds

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচনের একটা অংশ আইনশৃঙ্খলা বাহিনী। আরেকটা হলো আমাদের প্রশাসনের যে কর্মকর্তারা আছেন তারা। আরও আছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং নির্বাচনে যারা অংশ নেবেন তারা। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও ধরনের সমস্যা হবে না।

রবিবার (৬ জুলাই) দুপুরে শিল্পাঞ্চল পুলিশের সদর দফতর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার। এটা তারা নিয়ন্ত্রণ করে। রিটার্নিং অফিসার আসেন প্রশাসন থেকে। আইনশৃঙ্খলা আমরা দেখি। মূল পার্টি হলো যারা নির্বাচন করছে। নির্বাচনের জন্য বেশি প্রস্তুতি দরকার তাদের, যারা নির্বাচনে অংশ নেবেন। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনও ঘাটতি নাই।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন অভিযোগ রয়েছে অনেকের। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজনীতিতে অনেকেই অনেক কথা বলেন। আমি তাদের প্রশ্নের উত্তর দেবো না। তবে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আরও কয়েক মাস সময় আছে, সেহেতু আশা করি, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না।

মব পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কুমিল্লা লালমনিরহাট, ফরিদপুরসহ কয়েকটি জায়গায় হয়েছে। ভবিষ্যতে যাতে এসব না হয় সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: বাংলা ট্রিবিউন