কক্সবাজারের কুতুবদিয়ায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে কুতুবদিয়া রেঞ্জ আয়োজিত ১৯৯৪ থেকে ১৯৯৮ আর্থিক সনের সৃজিত আবর্তের লভ্যাংশের টাকার চেক উপকারভোগী নারী-পুরুষদের দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে এতে রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জামাল উদ্দিন, সাংবাদিক আবুল কাশেম উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কক্সবাজারের কুতুবদিয়ায় সামাজিক বনায়নের ১১০ জন উপকারভোগীদের মাঝে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বন সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনসাধারণকে উদ্বুদ্ধ করতে এ টাকা দেওয়া হয়।