দেবতার প্রতি অগাধ ভালোবাসা থেকেই ভক্তরা তাঁর রথকে এগিয়ে নিয়ে চলেন। এই রথে নেই কোনো শত্রুতা বা বৈরিতার প্রতিফলন, বরং রয়েছে শান্তি, মৈত্রী ও প্রেমের জয়ধ্বনি।
শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের গোলদিঘির পাড় থেকে ইসকন কর্তৃক আয়োজিত রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাজার হাজার ভক্ত।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রক্ষ্মচারী। তিনি বলেন, “শাস্ত্রমতে জানা যায় জগন্নাথের চূড়া দর্শন করলে ভক্তরা অগাধ পূণ্য লাভ করেন।”
শ্রীমান নীলাম্বর রাম দাস এবং শ্রী উৎসবময় চৌধুরী যৌথভাবে এই আয়োজন পরিচালনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল, পৌর বিএনপির আহবায়ক রফিকুল হুদা চৌধুরী, জেলা জামায়াত ইসলামী নেতা সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুর আলম বাহাদুর, পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল সহ বিভিন্ন গুণী ব্যক্তিত্ব। বক্তারা বলেন, “যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি, তবে দেশের উন্নয়ন এবং সমাজের সৌহার্দ্য কেউ থামিয়ে রাখতে পারবে না।”
পরে গোলদিঘির পাড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক আইবিপি রোড, ঘুনগাছ তলা, হোলিডে মোড়,লাবণী পয়েন্ট প্রদক্ষিণ করে সার্কিট হাউজ রোড হয়ে গোলদিঘির পাড়ে এসে শেষ হয়।
সনাতনী রীতি অনুসারে, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। এ উৎসব ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।