Thursday, May 16, 2024

কক্সবাজার সদর হাসপাতাল থেকে নারী হাজতীর পলায়ন

নিউজ ডেস্কঃ

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা রাশেদা নামের এক নারী হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪টার দিকে সদর হাসপাতালে মহিলা ওয়ার্ড থেকে কৌশলে পালিয়ে যান রাশেদা বেগম (৩৫)।

রাশেদা উখিয়া রাজাপাং ইউনিয়নের আলমগীরের স্ত্রী। দুই সপ্তাহ আগে একটি অপহরণ মামলায় সহযোগী হিসেবে কারাগারে ছিলেন রাশেদা।

বিষয়টি স্বীকার করে এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ইকবাল ও ইশরাত নামের দুইজন কারারক্ষীকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেল সুপার মো. শাহ আলম খান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব চলাকালে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন রাশেদা। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। বুধবার বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদা পালিয়ে যান।

তিনি আরও বলেন, হাসপাতালে হাজতির পাহারায় থাকা কারারক্ষী ইকবাল ও ইশরাতের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া হাজতি রাশেদাকে গ্রেফতারের জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page