Saturday, May 18, 2024

দুর্গাপূজার নিরাপত্তায় র‍্যাবের মহড়া

সায়ন্তন ভট্টাচার্য :

সারাদেশের ন্যায় কক্সবাজারেও শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। কক্সবাজারে এবার ৩১৫ টি মন্ডপে পূজা পালন করা হচ্ছে। এরমধ্যে প্রতিমা পূজা হচ্ছে ১৫১ টি মণ্ডপে আর ১৬৪ টি মন্ডপে ঘটপূজা।

শান্তিপূর্ণ পরিবেশে দুর্জাপূজা আয়োজনের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব। বুধবার দুপুরে বিশেষ মহড়ার মাধ্যমে এই নিরাপত্তা জোরদার কার্যক্রম শুরু হয় র‍্যাবের।

র‍্যাব ১৫ এর অধিনায়ক লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে কোন সাম্প্রদায়িক শক্তি যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো চেকপোস্ট বসানো, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও পেট্রোল টিম বাড়ানো হয়েছে।

অন্যদিকে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কর বলছেন, আগাম কোন হুমকি না থাকলেও জাতীয় সংসদ নির্বাচন যেহেতু সামনে তাই তারা শঙ্কিত। সেজন্য প্রতিমা বিসর্জ্জন ও মন্ডপে মন্ডপে বিশেষ নিরাপত্তা চান তারা।
শুক্রবার ৬ষ্ঠী পুজার মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী সনাতন সম্প্রদায়ের এ উৎসব।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page