Saturday, May 18, 2024

উখিয়ায় বদলীর ২ সপ্তাহের মাথায় সড়কে প্রা’ন গেলো এলজিইডির র্কমকর্তার

শামীমুল ইসলাম ফয়সাল :

মাত্র দুই সপ্তাহ আগে কুড়িগ্রাম জেলা থেকে বদলি হয়ে ভারপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী হিসেবে উখিয়ায় যোগ দেন এলজিইডির সার্ভেয়ার জহুরুল হক।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহর থেকে উখিয়া আসছিলেন তিনি। কর্মস্থলে পৌঁছার মাত্র ১০ মিনিট আগেই পথিমধ্যে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পতিত হয় তাকে বহন করা সিএনজি চালিত অটোরিকশা।

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দূর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উখিয়ার হিজলিয়ায় কক্সবাজার মুখী বেপরোয়া মিনিবাস সমুদ্রতরীর ধাক্কায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়, ঘটনাস্থলেই প্রাণ হারান তিন সন্তানের জনক জহুরুল হক।

এতে গুরুতর আহত হয়ে তার সহকর্মী আমিনুল হক, ও সিএনজি চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
তারাও আশংকামুক্ত নয় বলে জানা গেছে।

শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত চালক পালিয়ে গেলেও বাস জব্দ করা হয়েছে।

এদিকে জহিরুল হকের মরদেহ সুরতহাল শেষে নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়া সদরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা আব্দুর রাজ্জাকের পুত্র।

বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা জহুরুল হক উপ-সহকারী প্রকৌশলীর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন, সহকর্মীদের কাছে অত্যন্ত কর্মঠ হিসেবে পরিচিত এলজিইডির এই কর্মকর্তা পদোন্নতি পেয়ে সম্প্রতি বদলি হন এবং এই পদে তার স্থায়ী পদন্নোতির কথা ছিলো।

কে জানত? উখিয়াই ছিলো তার শেষ কর্মস্থল। তার মৃত্যুতে শোক জানিয়েছে এলজিইডি কক্সবাজার।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page