Saturday, April 27, 2024

পেকুয়ায় ছাত্রদলের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ: ধাওয়া পাল্টা ধাওয়া

এমরান হোসাইন :

কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদলের কলেজ কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার রাত ৮ টার দিকে উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে এ ঘটনা ঘটে। এতে শাহাবুদ্দিন নামের এক পল্লী চিকিৎসক আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. এরশাদকে আটক করেছে পুলিশ।

ছাত্রদল নেতারা জানান, গত শনিবার পেকুয়া উপজেলা শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ শাখার কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রদল। ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মো. ইশফাতকে সভাপতি ও শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। একই সময়ে আরেকটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কমিটিতে মো. ইয়াসিনকে সভাপতি ও মো. আয়াতকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কমিটির নেতাকর্মীরা। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে চৌমুহনী স্টেশনে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page