Thursday, May 16, 2024

বুদ্ধের ত্রী-স্মৃতি বিজড়িত বুদ্ধ পুর্নিমা উদযাপন জেলায়

নিজস্ব প্রতিবেদক :

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হয়েছে ৮৪ হাজার ধর্মস্কন্ধ পূজা। বৃহস্পতিবার ভোরে রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন হাজারো পূণ্যার্থী।
এর আগে রাতভর অনুষ্ঠিত হয় বৌদ্ধ কীর্তন ও ধর্মীয় নাটক রাজা বেশান্তর মঞ্চস্থ করা হয়।
বুধবার দুপুরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১০১ জনকে প্রব্রজ্জা দীক্ষা প্রদান করা হয়েছে। রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক কে.শ্রী জ্যোতিসেন মহাথের জানিয়েছেন, মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ লাভের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৫৭ বছর ধরে রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৮৪ হাজার ধর্মস্কন্ধ পূজার আয়োজন চলে আসছে।

পূন্যার্থীরা বলছে পৃথিবীর সকল ধর্মের মানুষ সুখে থাকুক এবং সুস্থ,সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।

এছাড়াও উখিয়ায় রেজুরকুল ধর্মাশোক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় সংঘদান। এতে অংশ নেয় উখিয়া টেকনাফের ৫৪টি বৌদ্ধ বিহারের ভিক্ষু।

এর আগে সকালে আয়োজিত হয় বিশাল শান্তি শোভাযাত্রা। এতে অংশ নেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সংঘের উপ সংঘরাজ ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page