Thursday, May 16, 2024

বঙ্গবন্ধুকে হত্যার পেছনে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল- রামুতে ফরিদুল ইসলাম চৌধুরী

আবুল কাশেম সাগর,রামু :

রামুতে বাংলাদেশ আওয়ামীলীগ রামু উপজেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ ১৬ আগস্ট বুধবার বিকাল ৩টায় রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম সন্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে হত্যার পেছনে জাতীয় ও আন্তজাতিক ষড়যন্ত্র ছিল। বঙ্গবন্ধু ও পরিবারকে  নির্মম হত্যার মাধ্যমে বাংলাদেশকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান মুখের উপর প্রধানমন্ত্রী ছিল  প্রকৃত প্রধানমন্ত্রী ছিলনা। প্রধান আলোচক ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে খুবই বিশ্বাস করতেন। যার ফলে তিনি কোথাও গেলে দেহরক্ষী রাখতেননা। বঙ্গবন্ধুর অবদান বাঙ্গালী কখনো শোধ হবার না। আলোচনা সভায় অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও জেলা পরিষদের চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক, কক্সবাজার-৩ সংরক্ষিত মহিলা এমপি কানিজ ফাতেমা আহমদ মোস্তাক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কর্ণেল (অব:) ফোরকান আহমদ, কক্সবাজার জেলা আঃলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, ব্যারিস্টার মিজান সাঈদ, রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন বড়ুয়া, মাষ্টার নুরুল আমিন, নুরুল ইসলাম বকুল, অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, যুগ্ম সম্পাদক সুজন শর্মা, শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামশুদ্দিন প্রিন্স, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, সাধারণ সম্পাদক সুধিপ্ত বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন সিকদার, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলম, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুপ মেম্বার, সাধারণ সম্পাদক শাহরান চৌধুরী মারুফ, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকের আহমদ, সাধারন সম্পাদক মন্জুর আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর আলম,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা ,রশিদনগর ইউনিয়নের সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহীন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হক কোম্পানী, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,কাউয়ারখোপ ইউনিয়ন আ: লীগের সভাপতি মোঃ হোছাইন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page