Saturday, May 18, 2024

মহেশখালী ঘাটে বিআইডব্লিউটিএ’র যাত্রী সেবার পল্টুন ভিড়তে দেয়নি পৌরসভার লোকজন

মহেশখালী প্রতিনিধি-

দ্বীপ উপজেলা মহেশখালীর সাড়ে চার লক্ষ মানুষের কক্সবাজার যাতায়াতের একমাত্র মাধ্যম মহেশখালী ঘাট। এই ঘাটে যাত্রী দুর্ভোগ যেন সাড়ে চার লক্ষ মানুষের নিত্যদিনের সঙ্গী। ঘাট পরিচালনাকারী ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, মারধর, হেনস্তার এমনকি পর্যটকদের হয়রানি করার অভিযোগ নতুন কিছু নয়।

এবার মহেশখালী ঘাটে যাত্রী সেবার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাঠানো সরকারি পল্টুন ঘাটে অবস্থান করতে দেয়নি একদল লোক।

রবিবার ( ৩০ জুলাই) বেলা ১২ টায় বিআইডব্লিউটিএর পল্টুন মহেশখালী ঘাটে অবস্থান করলে একদল লোক এসে বাঁধা দেয়। এসময় পল্টুনে থাকা বিআইডব্লিউটিএর কর্মকর্তা বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তারা মহেশখালী পৌরসভার স্টাফ পরিচয় দিয়ে বলেন, তাদেরকে মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া পাঠিয়েছেন। এই ঘাটে পল্টুন ভিড়ালে মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়ার অনুমতি লাগবে বলেও জানান তারা। এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের কর্তৃপক্ষের পাঠানো সরকারি পল্টুন বলার পরেও সেখানে অবস্থান করতে দেয়নি তারা। পরে তারা মহেশখালী ঘাটে যাতায়াতকারী যাত্রীদের সেবার জন্য পাঠানো ওই পল্টুন সাগরে ভাসিয়ে দেয় বলে জানান বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা।

এই বিষয়ে মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এই রিপোর্ট লেখার আগ মুহূর্ত পর্যন্ত বিআইডব্লিউটিএর যাত্রী সেবার ওই পল্টুন সাগরে ভাসমান রয়েছে বলে জানা যায়। এসময় অনিয়ন্ত্রিত এই পল্টুন সাগরে ভাসমান অবস্থায় জেলেদের জাল নষ্ট করছে এতে জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও অভিযোগ জেলেদের।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page