Saturday, May 18, 2024

ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া ঝুঁকিতে কক্সবাজার

সানজীদুল আলম সজীব :

ঢাকার চট্টগ্রামে পর কক্সবাজারেও বাড়ছে ডেঙ্গুর প্রপোক। তবে বৃদ্ধির হার তুলনামূলক ভাবে কম হলেও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পাশাপাশি নতুন ভাবে ম্যালেরিয়া রোগের প্রকোপ ও দেখা যাচ্ছে।

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি তথ্যচিত্রে দেখা যায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২০১৫ জন যার মধ্যে ১১০ জন বাংলাদেশী হলেও বাকি ১৯০৫ জন রোহিঙ্গা(FDMN)। যেখানে দেখা যায় সারা বছরের তুলনায় জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী ৪০৮ জন যার মধ্যে ৩৬৭ জন রোহিঙ্গা( FDMN) এবং বাকি ৪১ জন বাংলাদেশী নাগরিক ।

আক্রান্তরা কক্সবাজার সদর হাসপাতাল সহ জেলার অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসা গ্রহণ করছে।

শুক্রবার (১৪ জুলাই) কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশিকুর রহমান টিটিএন কে জানান সর্বশেষ তথ্য মতে শুক্রবার বিকেল পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। যার মধ্যে শিশু ওয়ার্ডে আছে ৪ জন , পুরুষ ও নারী ওয়ার্ডে আছে ১২ জন।পাশাপাশি নতুন ভাবে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে ১৫ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছে।

পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবায় আক্রান্ত রোগীরা ঘরে বসে চিকিৎসা সেবা গ্রহণের জন্য টেলিমেডিসিন সেবা চালু করেছে। যেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন।

এছাড়া ডা: আশিকুর রহমান ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত , ২০২২ সালে কক্সবাজারে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১৫ হাজার ৩৩০ জন। তার মধ্যে রোহিঙ্গার সংখ্যা ১৩,৮৮৬ জন। সে সময় মারা যায় ৩৩ জন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page