Saturday, May 18, 2024

রোগীর অভিভাবক কে মারধর: সদর হাসপাতালের ৩ ক্লিনার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সদর হাসপাতালে রোগির অভিভাবক কে মারধর করায় ৩ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া তিন জন হলেন,শ্যামল কান্তি দে,ইব্রাহিম খলিল ও তারা মিয়া। তারা তিনজনই সদর হাসপাতালের ক্লিনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গোলাম কবির নামে এক বাবা তার প্রতিবন্ধী সন্তান কে নিয়ে সদর হাসপাতালের নব নির্মিত ডাঃ আব্দুন নুর বুলবুল ভবনের তৃতীয় তলায় ৩১৮ নং কক্ষে ডাক্তার দেখাতে আসলে সেখানে থাকা ক্লিনার ইব্রাহিম খলিলের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইব্রাহিমের সাথে অপর দুই ক্লিনার শ্যামল কান্তি ও তারা মিয়াসহ গোলাম কবির কে মারধর করে।

বিষয়টি সংসদ সদস্য ও কক্সবাজার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইমুম সরওয়ার কমলের উপস্থিতিতে মারধরের বিষয়টি প্রমানিত হওয়ায় এই তিন ক্লিনারকে বরখাস্ত করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোমিনুর রহমান জানান,তিন জনকে বরখাস্ত করা হয়েছে, পরে তাদের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page