Sunday, May 12, 2024

ঈদগাঁওতে ডিবির অভিযানে পশু পাখি উদ্ধারঃ আটক পিতা পুত্র

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পশু পাখি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ কক্সবাজার।

বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ খোদাই বাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে পশু পাখি পাচারে জড়িত পিতা পুত্রকে ধৃত করেছে। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ঔ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে পশু পাখি পাচারে জড়িত প্রধান ঢাকার অনিন্দ নামের এক যুবক পালিয়ে যায়।

সূত্রে জানা যায়, ঢাকার অনিন্দ নামের এক যুবক দীর্ঘদিন ধরে বর্ণিত স্থানে কলোনি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। আড়ালে সে প্রতিদিন বনাঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির পশুপাখি ধরে এবং অর্থের বিনিময়ে সংগ্রহ করে ঢাকায় পাচার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৫ টি ময়না পাখি, ২ টিয়া পাখি, দুগ্ধ্যজাত বাচুরসহ একটি কাঠবিড়ালি জব্দ করে। পাচার কাজে জাড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। অভিযানে থাকা ডিবি কর্মকর্তারা এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানায়।

ধৃত বাবা জসিম উদ্দিন ঘটনায় জড়িত নাই বলে জানায় স্থানীয়রা৷ তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী বলে জানা গেছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page