Saturday, May 18, 2024

মুজিব ভোটারদের হুমকি দিয়ে কালো টাকা বিতরণ করছে – আবছার

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল ৮ মে বহুল কাঙ্খিত সদর উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচন নিয়ে জরুরী সংবাদ সম্মেলন করেছেন মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার। মঙ্গলবার (৭ মে) বেলা ১২ টায় কক্সবাজার প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার বলেন, ‘নির্বাচন কারসাজি করতে আনারসের প্রার্থী নীল নকশার ছক এঁকেছেন। ইতোমধ্যে আনারস প্রার্থীর পক্ষ থেকে প্রচুর কালো টাকা বিতরণ করা হচ্ছে। এই টাকার উৎস্য অনুসন্ধান করা উচিত। ভোটার ও আমার মোটর সাইকেল প্রতীকের কর্মীদের নানা হুমকি—ধমকি দিচ্ছে ছিঁচকে মাস্তানেরা। নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট নিশ্চিতে প্রশাসনকে কঠোর হতে হবে। কালো টাকা যারা বিতরণ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। এ জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো প্রয়োজন। তাদের অপকর্ম বন্ধ করতে ব্যর্থ হলে আমরা মানুষ দিয়ে ঘেরাও করে প্রশাসনকে কাজ করতে বাধ্য করাবো। আমাদের সাথে আছে শিক্ষিত সমাজসহ সাধারণ ভোটারেরা। তাই কোন ছিঁচকে মাস্তানকে আমরা ভয় পাইনা।’

নুরুল আবছার বলেন, ‘ সদর উপজেলায় আমরা ১১ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। কেন্দ্রগুলো হলো— কক্সবাজার কেজি স্কুল, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয়, এয়ারপোর্ট প্রাইমারি স্কুল, কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাতলী উচ্চ বিদ্যালয়, লাইট হাউজ মাদ্রাসা কেন্দ্র, লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুরুশকুল, ঝিলংজার মুহুরী পাড়া, পিএমখালীর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোহসিনিয়া পাড়া ভোট কেন্দ্র। এসব কেন্দ্রে জোর করে ভোটারদের ইভিএমে আনারস প্রতীকে ভোট দিতে বাধ্য করা হতে পারে। কর্মীদের বাধা প্রদান করতে পারে। তাই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

নুরুল আবছার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশ্যে বলেন, ‘এটা জীবনের শেষ নির্বাচন নয়, রাজনীতিও শেষ নয়। আপনার সুন্দর ভবিষ্যত আছে। একবার বদনাম ছড়ালে, তা সারাজীবন বয়ে বেড়াতে হবে। তাই আপনার উচ্ছৃঙ্খল কর্মীদের থামান, টাকা বিতরণ বন্ধ করুন। নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনকে সহযোগিতা করুন। এবং মানুষের মতামতকে গুরুত্ব দেন।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ সম্মানিত ভোটারেরা, আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। সদর উপজেলাকে আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে ঢেলে সাজাতে চায়। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে আমার চমৎকার কিছু পরিকল্পনাও রয়েছে। সদর উপজেলার আর্থিক ক্ষমতাও বাড়ানো হবে। প্রয়োজনীয় আইন সংশোধনী করতে আমি পদক্ষেপ নিব। তাই সবাই স্বতঃস্ফূর্ত ভোট কেন্দ্রে যাবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। মনে রাখবেন, আপনার নিরাপত্তা এবং অধিকার যিনি সুরক্ষা করতে পারবেন তাকেই আপনার মূল্যবান ও পবিত্র ভোটটি দিবেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page