Friday, May 17, 2024

পেকুয়ায় বজ্রপাতে ২ লবণচাষির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়ায় লবণ মাঠে বজ্রপাতে দিদারুল ইসলাম (২৯) ও মোহাম্মদ আরফাত (২২) নামের দুই লবণচাষীর মৃত্যু হয়েছে। সকালে বৃষ্টি আসায় মাঠে থাকা লবণ তুলতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।

আজ বৃহস্পতিবার (২ মে) ভোরে উপজেলার মগনামা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কোদাইল্যা দিয়া ও রাজাখালী ৭ ওয়ার্ডের ছরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দিদারুল ইসলাম কোদাইল্যা দিয়া এলাকার জমির হোসেনের পুত্র ও নিহত মোহাম্মদ আরফাত ছরি পাড়া এলাকার মোহাম্মদ জামালের পুত্র।

নিহত দিদারুল ইসলামের চাচাতো ভাই হাবিব জানান, ভোর রাতে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিলে লবণ মাঠে পলিথিনে থাকা লবণ তুলতে যান দিদার, সেখানেই সে বজ্রপাতের শিকার হন। খবর পেয়ে নিহতের স্বজনেরা দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

এদিকে নিহত আরফাতের স্বজনেরা জানান, একইভাবে আজ ভোরে মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে আরফাতের মৃত্যু হয়।

নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page