Saturday, May 4, 2024

বৃহস্পতিবার ফিরে যাবে বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের ২৮৭ নাগরিক

হাফিজুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নেওয়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর ২৮৭ জন সদস্যকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

জাহাজে করে নৌপথে ফেরত যাওয়ার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর দুইটার পর কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে মিয়ানমারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নাইক্ষ্যংছড়ি বিজিবির ব্যাটালিয়ন সদরে পৌঁছান। এর পর বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত বিজিপির ২৬১, মিয়ানমার সেনাবাহিনীর ২৩ এবং মিয়ানমার ইমেগ্রেশনের ৩জন কর্মকর্তার সঙ্গে তাঁরা কথা বলেন।

এসময় বিজিবির কক্সবাজারের সেক্টর কমান্ডার, নাইক্ষ্যংছড়ির জোন কমান্ডারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে ১৭৩ বাংলাদেশি নাগরিক নিয়ে বাংলাদেশ-মিয়ানমারের জলসীমায় আসে মিয়ানমারের চিন ডুইন জাহাজ। বুধবার দুপুর ১ টায় চিন ডুইন জাহাজ থেকে বাংলাদেশি জাহাজ ‘ কর্ণফুলী টাগ-১’ জাহাজে করে কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাটে নিয়ে আসা হয় তাদের।

একই প্রক্রিয়ায় এসব জাহাজের স্থানান্তরের মাধ্যমে ফিরে যাবেন মিয়ানমারের ২৮৭ নাগরিক।

ইতোমধ্যে নাইক্ষ্যংছড়ি জোন সদরে মিয়ানমার সীমান্তরক্ষি বাহিনীর সদস্যদের বহন করার জন্য এগারটি বড় বাস অপেক্ষা করছে। সেই বাসে করেই বৃহস্পতিবার ভোরে তাঁদেরকে নাইক্ষ্যংছড়ি জোন সদর থেকে কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাটে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page