Saturday, May 18, 2024

আবারো মিয়ানমার বিজিপির ৪০ সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে

শামীমুল ইসলাম ফয়সাল : 

প্রাণ বাঁচাতে আবারো বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৪০ জন সদস্য। স্থানীয় বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি বলছে, তিন দফায় টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে তাঁরা বিজিবির কাছে আশ্রয় গ্রহণ করেছে। তবে বিজিবির পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জানা যায়, শুক্রবার (৪ মে) রাত ১ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া ও সাবরাং আছার বনিয়া সীমান্ত এলাকা দিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করে।

প্রথম ধাপে রাত ১ টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের আচার বুনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে ১৪ জন মিয়ানমারের বিজিপি সদস্য ১টি কাঠের নৌকা যোগে এসে সাবরাংয়ে বিজিবির বিওপিতে এসে আশ্রয় নেয়।
২য় ধাপে শনিবার সকাল ৭ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে বিজিপি’র আরও ২২ জন সদস্য আরেকটি কাঠের নৌকা করে এসে নাজিরপাড়া বিওপির কাছাকাছি আসলে বিজিবির সদস্যরা তাঁদেরকে হেফাজতে নেয়।

৩য় ধাপে সকাল ৯ টায় টেকনাফ সদর নাজির পাড়া এলাকার আরেকটি সীমান্ত পয়েন্ট দিয়ে আরও ৪ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করে।এ নিয়ে মোট শুক্রবার দিবাগত রাত ১ টা থেকে শনিবার সকাল ৯ টা পর্যন্ত মোট ৪০ জন মিয়ানমার বর্ডার গার্ড (বিজিপি) সদস্য  বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে।

তবে এ বিষয়ে বিজিবি সদর দপ্তর থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২৫ এপ্রিল মিয়ানমার সীমান্তরক্ষী ও অন্যান্য বাহিনীর সদস্যসহ মোট ২৮৮ জনকে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে, রাখাইনে সংঘাতের সময় তাঁরা বাংলাদেশে আশ্রয়ের জন্য প্রবেশ করেছিলো।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page