Saturday, May 4, 2024

মহেশখালীতে ১ জনের প্রার্থিতা প্রত্যাহার, তিনপদে মোট প্রার্থী ১৩ জন

কাব্য সৌরভ :

আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথমধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের- প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো আজ।

সোমবার (২২ এপ্রিল) বিকাল ৪ টা শেষ সময় পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদে সাইফুল কাদির নামের একজন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল। এতে মহেশখালী উপজেলা নির্বাচনের মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

তারা হলেন চেয়ারম্যান পদে হাবিব উল্লাহ হাবিব, গোলাম কুদ্দুস চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা, জয়নাল আবেদীন ও আব্দুল্লাহ্ আল নিশান।

ভাইস চেয়ারম্যান পদে মিফতাহুল করিম বাবু, শাহজাহান পারুল, জাহেদুল হুদা, মোহাম্মদ আবু ছালেহ্, মঈন উদ্দিন তোফাইল। এছাড়াও মামলা জনিত কারণে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা স্থগিত রয়েছে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিনের।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা জাহাঙ্গীর, মিনুয়ারা মিনু, ও মনোয়ারা বেগম।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান ‘আগামী ৮ মে মহেশখালী উপজেলা নির্বাচনের প্রার্থীদের কাল মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইভিএমের মাধ্যমে মহেশখালীতে ৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মহেশখালীতে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৪ শত ৫৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৩৭হাজার ৮শত ৮২ ভোট এবং নারী ভোটার ১লক্ষ ১৯ হাজার ৫শত ৭৬ ভোট।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page