Sunday, May 5, 2024

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৯জন প্রার্থীর মনোনয়ন জমা

সাইফুল ইসলাম সাইফ

সারাদেশে দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক এমপিসহ চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) তফশীল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৯জন। তারা হলেন, সাবেক এমপি আলহাজ্ব জাফর আলম, রেজাউল করিম, ফজলুল করিম সাঈদী, বদিউল আলম, আবদুল্লাহ আল হাসান, আশেকুর রহমান, সাইফুল ইসলাম, মোহাম্মদ আকরাম হোসেন পাইলট ও জাহাঙ্গীর আলম।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন, মকছুদুল হক ছুট্টো, মহসিন বাবুল, তপন দাশ, মুবিনুল ইসলাম, বেলাল উদ্দীন শান্ত, মোহাম্মদ ফয়সাল ও নুরুল আমিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে-জাহানারা পারভীন,জেসমিন হক জেসি ও সাফিয়া বেগম মনোনয়ন জমা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো:ফখরুল ইসলাম জানান, তফশীল অনুযায়ী আগামী ২১ মে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page