Friday, May 17, 2024

চকরিয়ায় অভিমান ভুলে দুই নেতা জাফরের মঞ্চে, বদলে গেছে ভোটের হিসাব-নিকাশ

সাইফুল ইসলাম সাইফ

চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন যত সময় ঘনিয়ে আসছে ততই হিসেব পাল্টে যাচ্ছে।নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী থাকলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে জাফর আলম (ঘোড়া) এবং ফজলুল করিম সাঈদী (দোয়াত কলমের) মধ্যে।

এদিকে সাবেক এমপি জাফরের সাথে অভিমান করে চলে যাওয়া আওয়ামী লীগের নেতারা পূনরায় ফিরে এসেছেন। শুক্রবার(৩ মে) চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ড করাইয়াঘোনা(টুংগীপাড়া খ্যাত) এলাকায় হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যায়। এ ঘোড়া প্রতীকের উঠান বৈঠকে অভিমান ভুলে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র লীগনেতা জামাল উদ্দীন জয়নাল,সাবেক পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র লীগনেতা আতিক উদ্দীন চৌধুরী যোগ দিয়েছেন।এছাড়াও গুঞ্জন আছে অভিমান করে থাকা আরো ৬,৭ জন সিনিয়র আওয়ামী লীগের নেতা দ্রুত সময়ে জাফরের জয়ের লক্ষ্যে কাজ শুরু করবেন।
জাফরের পক্ষে রয়েছে উপজেলা আওয়ামী লীগ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ,পৌরসভা আওয়ামী লীগ। ১১জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বার এসোসিয়েশন। নানা সমীকরণ হিসাব করে ঘোড়া তথা জাফর বর্তমানে ভোটের মাঠে অনেক এগিয়ে আছে বলে জানান ভোটাররা।

আগামী ২১ মে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চকরিয়ায় ভোট কেন্দ্র রয়েছে ১১৪টি,ভোটার সংখ্যা ৩৬১১০৩ জন। তার মধ্যে নারী ভোটার-১৬৭০৬৬ জন এবং পুরুষ ভোটার-১৯৪০৩৭ জন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page