Thursday, May 9, 2024

অপরাজিতা সম্মেলনে সম্মাননা পুরস্কার পেলেন চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী

সাইফুল ইসলাম সাইফ

অপরাজিতাদের সার্বিক সহযোগিতা করায় সম্মাননা পুরস্কার পেলেন চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জান নূর, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম এমপি, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বেটো রেঙ্গলি, রাশেদ খান মেনন এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া, অ্যারোমা দত্ত এমপি,
রাশেদ খান মেনন এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।

সম্মেলনের উদ্ধোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী।

সম্মাননা পেয়ে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী জানান, এই পুরস্কার আমাকে সমাজ এবং মানুষের জন্য কাজ করতে আরও উৎসাহ যোগাবে। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

সম্মেলনে দেশের ছয় বিভাগ থেকে আসা প্রায় তিন শতাধিক অপরাজিতা নারী নেত্রীদের পাশাপাশি নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page