Sunday, May 5, 2024

উপজেলা ক্রীড়া সংস্থা এবং ক্লাবগুলোকে এক্টিভেট করে নিয়মের মধ্যে নিয়ে আসা হবে- জেলা প্রশাসক

আব্দুর রশিদ মানিক

জাঁকজমকপূর্ণ আয়োজনে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) রাতে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজন করে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সকল কর্মকর্তাদের শপথ পাঠ করান কক্সবাজারের জেলা প্রশাসক এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহম্মদ শাহীন ইমরান।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজার জেলার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবে। এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং ক্লাবগুলোকে এক্টিভেট করে নিয়মের মধ্যে নিয়ে আসা হবে।

এসময় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, সকল ক্রীড়া ক্ষেত্রে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সফলতা রয়েছে। জেলার ৯ টি উপজেলাকে সম্পৃক্ত করে ক্রীড়ার উন্নয়নে কাজ করা হবে।

পরে বাংলাদেশ কারাতে ফেডারেশন বিচারক নির্বাচিত হওয়ায় ৪ জন বিচারককে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা সংবর্ধিত করেছে। এছাড়া র‍্যাফল ড্র এবং সাংস্কৃতিক আয়োজনে মুখরিত ছিলো অনুষ্ঠানটি।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page