Friday, May 3, 2024

উখিয়ায় তীব্র লোডশেডিংয়ে বিঘ্নিত স্বাস্থ্য সেবা, বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিঘ্নিত হচ্ছে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা, এতে দুর্ভোগে পড়ছে চিকিৎসা নিতে আসা জনসাধারণ।

পরিস্থিতি সামলাতে গিয়ে বিপাকে পড়েছেন কর্তব্যরত ডাক্তাররা, তবুও সেবাদানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আবাসিক মেডিকেল কর্মকর্তা ( আরএমও) ডাক্তার সাজ্জাদুল ইমরান শাওন জানিয়েছেন, হাসপাতালে কাজের পরিবেশ খুবই খারাপ।

বিদ্যুৎ এর অভাবে জরুরি সেবা ঠিকমত দেয়া যাচ্ছেনা উল্লেখ করে শাওন বলেন ” এমন অবস্থায় যে কোন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ”

তিনি আরো জানান, ” হার্ট অ্যাটাকের রোগী আসলে ইসিজি করাতেও সমস্যার মুখোমুখি হতে হবে। গতকাল ও আজ সারাদিন জেনারেটর চলেছে, বন্ধ হলেও আমরা এর মধ্যে সেবা দিয়ে যাচ্ছি। কর্তব্যরতরা এই গরমে সারাদিন রোজা রেখে কষ্ট করছে। ”

এমন প্রেক্ষাপটে সেবাগ্রহীতাদের সহযোগিতা চেয়েছেন তিনি।

উখিয়ায় ৩৫ মেগাওয়াট চাহিদা থাকলেও জাতীয় গ্রেড থেকে মাত্র ১২ মেগাওয়াট সরবরাহ দেওয়া হচ্ছে বলে জানান, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম কায়জার নূর।

স্থানীয়রা বলছেন, বিরাজমান দুর্ভোগ নিরসনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা ছাড়া বিকল্প নেই।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page