Saturday, April 27, 2024

ডুসামের ইফতার মাহফিল সম্পন্ন, গবেষণা বৃত্তি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মহেশখালীর শিক্ষার্থীদের সংগঠন “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ মহেশখালী (ডুসাম) এর ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে শাপলাপুর বর্ষ ২০২৪ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সালাহ উদ্দিন হেলালী কমল মহেশখালী নিয়ে গবেষণার লক্ষ্যে ও আর্থিক স্বচ্ছলতার জন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মহেশখালীর ২ জন শিক্ষার্থীকে ১ লক্ষ টাকা গবেষণা ফান্ড ঘোষণা করেন। এমন অনন্য অবদানের জন্য উপস্থিত সদস্যবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসাথে অতিথিগণ সাধুবাদ জানিয়ে শীঘ্রই বাস্তবায়নের জন্য আহ্বায়ক কমিটি গঠন ও নীতিমালা প্রণয়নের প্রস্তাব পেশ করেন।

ডুসামের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ শওকত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুসামের উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এতে মহেশখালীর নানাবিধ সমস্যা ও সম্ভাবনা সমাধান নিয়ে আলোচনা হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page