Saturday, April 27, 2024

মহেশখালীর ওসমান চেয়ারম্যান হত্যা মামলার আসামি লোকমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চার হত্যা মামলাসহ ১০ মামলায় দীর্ঘ দুই দশক পলাতক থাকার পর কক্সবাজারের মহেশখালীর সন্ত্রাসী জিয়া বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মো.লোকমানকে গ্রেফতার করেছে র‍্যাব।

মো.লোকমান (৫৩) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানান, ২০০৬ সাল থেকে অপরাধ জগতে তার সদর্প পদচারণা। ২০০৭ সালের ৮ ডিসেম্বর লোকমান ও তার বাহিনীর সদস্যরা পরিকল্পিত হামলা চালিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কক্সবাজার জেলার প্রথম শহীদ শরীফ চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র, কালামারছড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান এবং মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনিকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে। এছাড়া ২০১১ সালের ২১ মে সরকারি বাহিনীকে জলদস্যু দমনে সহায়তা করার সন্দেহে হাফেজ আব্দুল গফুরকে কুপিয়ে হত্যা করে। এছাড়াও লোকমান ও তার সহযোগীরা সোনাদিয়া দ্বীপে আত্নগোপনে অবস্থানের খবর পেয়ে গত ২৭ মার্চ ভোরে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ লোকমান (৫৩) কে গ্রেফতার করতে সক্ষম হন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয় র‍্যাব।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page