Sunday, May 5, 2024

মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলা, নিহত ৪০

টিটিএন ডেস্ক :

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর ক্রকাস সিটি হলে পাঁচ বন্দুকধারী হামলা চালায় বলে জানা গেছে।

এ ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে রাশিয়ার ফেডালের সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছদ্মবেশী পাঁচ বন্দুকধারী ওই কনসার্ট হলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়।

রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, সন্ত্রাসীরা বিস্ফোরক দ্রব্য ব্যবহারের পাশাপাশি অটোমেটিক বন্দুক ব্যবহার করেছে। এতে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি হামলায় ৪০ জন নিহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গেছে। সেই সঙ্গে রাশিয়ার ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের সদস্যদেরও সেখানে পাঠানো হয়েছে।

অপরদিকে তাস জানিয়েছে, ক্রোকাস সিটি হলে আগুন নেভানোর কাজে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

ঘটনার প্রকাশিত ছবিতে ভবনটিতে ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেছে। এতে একটি শপিং মল ও কনসার্ট ভেন্যু রয়েছে।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page