Friday, May 17, 2024

উখিয়ার হলদিয়ায় তর্ক থেকে দুপক্ষের সংঘর্ষ, আহত-১৫

শামীমুল ইসলাম ফয়সাল :

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের কুলালপাড়া গ্রামবাসীর মধ্যে দুই পক্ষের তর্ক থেকে রুপ নিলো মারামারিতে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায়
স্থানীয় দুই প্রভাবশালীর তর্ক থেকে শুরু হওয়া বিবাদ রুপ নেয় সংঘর্ষে, এতে হলদিয়া পালং ইউপি সদস্য রফিকসহ আহত হয়েছে ১৫ জন।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গ্রামটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসাইন টিটিএনকে বলেন, কুলালপাড়ায় সংঘর্ষের ঘটনায় দুপক্ষের লোকজন আহত হয়েছে।  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে বলে জানান তিনি।

এদিকে আহতদের মধ্যে ইউপি সদস্য রফিক সহ ৫ জন কে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে উখিয়া হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অন্যরা চিকিৎসাধীন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় একটি প্রকল্পের সংস্কার কাজে মাটি ভরাটকে কেন্দ্র করে বিবাদের উৎপত্তি হয়।

সংঘর্ষের বিষয়ে দুই পক্ষই পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। এঘটনায় আহত মোস্তফা শাকিল দাবী করেন ইউপি সদস্য রফিক তার কাছ থেকে চাঁদা দাবী করেছে।

তবে রফিকের ভাতিজার দাবী, তারা চাচা সরকারি প্রকল্পের কাজ তদারকি করতে গিয়ে হামলার শিকার হয়েছেন।

হলদিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম ঘটনা প্রসঙ্গে জানান, ইউপি সদস্য রফিক তাকে গালমন্দ করে তার পরণের পাঞ্জাবী ছিড়ে ফেলেছেন । পরে তিনি বাসায় চলে গেলে খবর পান দুইপক্ষের মধ্যে সংঘর্ষ চলেছে।

এদিকে নিজের পরিষদের ইউপি সদস্য আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বর্তমান চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

ইউপি সদস্য কে আহত করার বিষয়টি ন্যাক্কারজনক উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানান ইমরুল কায়েস চৌধুরী।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page