Monday, April 29, 2024

আগুনে পুড়ে গেলো ৭ বছরের শিশু: ক্ষতিগ্রস্থদের পাশে সংসদ সদস্য জাফর আলম

সাইফুল ইসলাম সাইফ:

চকরিয়া পৌরসভার মৌলভীরচর এলাকায় ঘরে আগুন লেগে ওসামা মণি নামে ৭ বছরের এক শিশু আগুনে পুড়ে মারা গেছে।
পুড়ে ছাই হয়ে গেছে তিনটি বাড়ি।রান্না ঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত বলে জানায় স্থানীয়রা।

শনিবার ২০ মে দিবাগত রাত ১টার দিকে পৌরসভা ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।পরে চকরিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিশু ওসামা স্থানীয় ওসমান গণির মেয়ে।সে চিরিংগা এমদাদুল উলুম মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসা ২য় শ্রেনীর শিক্ষার্থী।

এদিকে রবিবার সকালে ঘটনাস্থলে যান চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম। এসময় তিনি পুড়ে যাওয়া পরিবারের মাঝে ১ লক্ষ টাকা ও নতুন বাড়ি তৈরির সামগ্রী হস্তান্তর করেন।সংসদ জাফর আরো বলেন,বাড়িটি নতুন করে নির্মাণে যত টাকা প্রয়োজন সব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে
চকরিয়া-পেকুয়ায় যেখানে মানুষের সমস্যা সেখানে আমরা ছুটে যাই।
আমি প্রতিটা মানুষের পাশে আছি থাকবো।

স্থানীয় সাবেক কাউন্সিলর রেজাউল করিম জানান,শিশু ওসামা ঘুমে ছিল তাকে উদ্ধারের নানা চেষ্টা চালানো হয়,কিন্তু আগুনের তীব্রতার কারনে তাকে বের করা যায়নি। বাড়ি তিনটি পুড়ে ছাই। তাদের ঘরে অবশিষ্ট কিছু নেই।

খবর পেয়ে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা,পৌরসভা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও তরুণ আওয়ামীলীগ নেতা জিয়াবুল হক ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান এবং সহযোগীতা প্রদান করেন।
এদিকে সন্তানকে হারিয়ে মায়ের আহাজারি থামছেনা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page