Tuesday, May 7, 2024

মঙ্গলবার থেকে সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্তরা পাবে সরকারি সহায়তা

নিজস্ব প্রতিবেদক :

সাগরের বুক চিরে ছুটে চলেছে কোস্টগার্ডের জলযান,সাথে আছে ত্রাণ। গন্তব্য ঘূর্নিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত প্রবাল দ্বীপ সেন্টমাটিন। কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতা ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান সেন্টমার্টিন পৌঁছে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন।

এসময় জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান সাংবাদিকদের জানান,মঙ্গলবার থেকে সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্থ ১২শ ঘর ঘরবাড়ির মেরামতে ঢেউটিন ও অর্থ সহায়তাসহ দেয়া হবে।

এদিকে পরিবেশ প্রতিবেশ ধরে রেখে সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত বালুকাবেলা রক্ষায় কিভাবে নিরাপদ বেষ্টনী করা যায় তার কথা ভাবছে পানি উন্নয়ন বোর্ড।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপত্তার বিষয়টির কথা জানান কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

পূর্বাভাস অনুযায়ী মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার প্রেক্ষিতে কোনো প্রাণহানি হয়নি বলে মন্তব্য করেন, কোস্টগার্ড পূর্বজোন কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম।

পরিদর্শনকালে কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা জানান,দলীয়ভাবে আওয়ামীলীগ দূর্যোগ মোকাবেলা কার্যক্রমের মতো ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসন কাজেও পাশে থাকবে জনগনের।

এসময় জেলা প্রশাসক ১০০০ মানুষের জন্যে নিয়ে যাওয়া ত্রান বিতরন কার্যক্রমের সূচনা করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page