ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাত ৯ টার পর থেকে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য মিলেছে।
এই অস্বাভাবিক অগ্নিকান্ডের কারণে প্রভাব পড়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরেও।
বিমানবন্দর সূত্র বলছে, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে গত ৬ ঘন্টায় অন্তত ৭ টি ফ্লাইট বিলম্ব হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েন পর্যটক সহ সাধারণ যাত্রীরা।
একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইট বিকাল ৩ টা ৪৫ এ কক্সবাজার থেকে উড্ডয়নের কথা ছিলো কিন্তু সেটি সৃষ্ট পরিস্থিতির কারণে ঢাকার উদ্দেশে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।
এই ফ্লাইটের যাত্রী ছিলেন ঢাকার বনানী এলাকার আলামিন হোসেন।
তিনি বলেন, ‘ ফ্লাইট লেইট হওয়ায় একটি ব্যবসায়িক মিটিংয়ে এটেন্ড করতে পারিনি এখানে ঘুরতে এসেছিলাম। কিছু করার নেই আসলে, তবে আগুন কেন লাগল তা সরকারের খতিয়ে দেখা উচিত।’
রাত ৯ টার পর থেকে ঢাকার উদ্দেশে আটকে থাকা ফ্লাইটগুলো রওনা করছে বলে জানান বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা।
তিনি বলেন, ‘ এখন ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে ঢাকা থেকেও বিমান নামবে, যাত্রীরা সাময়িক কষ্ট পেয়েছেন। তবে কক্সবাজারে নিরাপত্তার কোন ঘাটতি ছিলো না, এখানকার সব বিষয় আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
এদিকে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, শাহজালাল বিমানবন্দরের অগ্নিকান্ডের ঘটনায় যদি কোন নাশকতার প্রমাণ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 



















